২০০২ সালের ৮ জুন নিজের ক্যাম্পাসে খুন
হয়েছিল বুয়েটের ছাত্রী সাবেকুন্নাহার সনি। না, সে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত
ছিল না। অন্য সব সাধারণ শিক্ষার্থীর মতোই লেখাপড়া করে একজন প্রকৌশলী হতে চেয়েছিল
সে। তখনকার ক্ষমতাসীন ছাত্রদলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে প্রাণ দিতে
হয়েছিল সনিকে।
২০০২ সালের এই দিনে বড় কষ্ট নিয়ে এই
লেখাটি লিখেছিলাম।
মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং আরো যারা ক্ষমতায় আছেন, অতীতে ছিলেন বা ভবিষ্যতে থাকবেন - বুয়েটের মেধাবী ছাত্রী সনির হত্যাকান্ডে কেমন লাগছে আপনাদের? আচ্ছা, আপনাদের কি একবারও মনে হয় না - এতসব হত্যার পেছনে আপনাদেরও দায় আছে। হত্যাকারীকে আশ্রয় দেয়ার দায়, প্রশ্রয় দেয়ার দায়। আপনারা কি একবারও ভাবতে পারেন - আপনাদের সন্তান যদি এভাবে মারা যায় আপনাদেরই পোষা অস্ত্রধারীদের গুলিতে - কেমন লাগবে আপনাদের! পারবেন কি তখন সেই খুনি অস্ত্রধারীকে নিজের ছায়ায় আশ্রয় দিতে? পারবেন না। তাহলে কীভাবে খুনিরা আশ্রয় পায় আপনাদের দলে? কেন তারা ধরা পড়ে না, কেন তারা সাজা পায় না? কেন উপড়ে ফেলছেন না এই বিষবৃক্ষ? এত হত্যা, এত মৃত্যুর পরেও আপনারা কীভাবে এখনো নির্লজ্জ স্বাভাবিক আছেন? আপনারা কি মানুষ?
১০ জুন ২০০২
মেলবোর্ন।
No comments:
Post a Comment