Saturday, 7 July 2018

সংস্কার! সংস্কার!!


বাংলাদেশের নারী ক্রিকেটাররা এখন চমৎকার সব সাফল্য দেখাচ্ছেন আন্তর্জাতিক ম্যাচগুলোতে। আবার একই সাথে আমাদের পুরুষ ক্রিকেট দল খুব একটা সাফল্য দেখাতে পারছেন না। যে কোন খেলাতেই এরকম হতে পারে। কিন্তু আমাদের উচ্ছ্বাস সবকিছুতেই বেশি। আমরা খুব আড়ম্বর করে বাড়াবাড়ি করতে পছন্দ করি। সেটা আমরা দশ বছর আগেও করেছি, এখনও করছি। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে।
এ বিষয়ে এ লেখাটি লিখেছিলাম ২০০৭ সালে।











No comments:

Post a Comment

Latest Post

বিশ্ব নারী দিবস ২০২৫

  এবছরও ধুমধাম করে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ২০২৫ সালের নারী দিবসের মূল স্লোগান – For All women and girls: Rights, Equality and Emp...

Popular Posts