ইউনিভার্সিটির হলে আমার কিছুদিনের রুমমেট ছিলো এক সশস্ত্র তরুণ। অস্ত্রের
সাথে তার চলাফেরা। একদিন দেখলাম আমার বইয়ের তাক থেকে শামসুর রাহমানের পাতা
উল্টাচ্ছে সে। দেখলাম কবিতার শক্তি। কবিতা মানুষকে বদলে দেয় - দেখলাম চোখের
সামনেই। সেদিনের সে তরুণ আজ এক নতুন মানুষ। একটা অস্ত্রে কত বারুদ থাকে? তার চেয়ে
অনেক বেশি বারুদ থাকে কবিতায় - ঠিকমত ঘঁষতে জানলে সে বারুদে স্ফুলিঙ্গ বেরোয়।
কবিতার স্ফুলিঙ্গে বদলে যায় জীবন, খুনি হয়ে যায় আশ্চর্য মানবিক প্রেমিক। শামসুর
রাহমান সে স্ফুলিঙ্গ জ্বালিয়েছেন কবিতায়, জানিয়ে গেছেন, "স্বাধীনতা তুমি একলা
পুকুরে মধ্য দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।"
[২০০৬ সালে শামসুর রাহমানের স্মরণে লিখেছিলাম]
No comments:
Post a Comment