Sunday, 19 August 2018

যেন ভুলে না যাই: মৌলবাদীদের হুমকি



বিজ্ঞানী সত্যেন বসুর নাম আইনস্টাইনের নামের সাথে সমান সম্মানে উচ্চারিত হয় পৃথিবীজুড়ে বোস-আইনস্টাইন থিওরি নিয়ে গবেষণা হচ্ছে পৃথিবীর সবগুলি বড় বড় বিশ্ববিদ্যালয়ে পদার্থের মৌলিক কণা 'বোসন' পরিচিত হয়েছে সত্যেন বোসের নামে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন সত্যেন বসু এই সত্যেন বসুর নামে অ্যাকাডেমিক ভবনের নাম রাখতে পেরে আমরা নিজেরাই গৌরবান্বিত হয়েছি  অথচ মৌলবাদীদের চোখে সত্যেন বসু অস্পৃশ্য হিন্দু ছাড়া আর কিছুই নয় সুতরাং তাদের দাবি হলো সত্যেন বসুর নাম রাখা চলবে না এখানে


সিলেটের শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রীদের হলের নাম জাহানারা ইমামের নামে রাখার সিদ্ধান্ত হবার পরে মৌলবাদীরা সেখানে পরিকল্পিতভাবে একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছে। ১৯৯৯ সালের নভেম্বর মাসে লিখেছিলাম সে প্রসঙ্গে। 


















2 comments:

  1. Replies
    1. হ্যাঁ। অন্য জায়গায় ছিল। এখানে নিয়ে আসা হয়েছে।

      Delete

Latest Post

The Rituals of Corruption

  "Pradip, can you do something for me?" "Yes, Sir, I can." "How can you say you'll do it without even know...

Popular Posts