মানুষের বুদ্ধিবৃত্তির উন্নতি ঘটার শুরু থেকেই মানুষ অনুসন্ধিৎসু। চাঁদের প্রতি মানুষের কৌতূহল প্রাগৈতিহাসিক। আজ আমরা দেখবো চাঁদে মানুষ কীভাবে অভিযান চালিয়েছে। প্রথমত দূরবীণের সাহায্যে, তারপর চন্দ্রযান পাঠিয়ে এবং সবশেষে মানুষ গেছে চাঁদে।
দশ পর্বের এই সিরিজের চতুর্থ পর্বে আলোচনা করা হয়েছে মানুষের চাঁদে অভিযানের প্রাথমিক প্রচেষ্টাগুলো সম্পর্কে।
No comments:
Post a Comment