চাঁদের কক্ষপথে নভোচারীসহ চন্দ্রযান পাঠানোর প্রথম সফল মিশন অ্যাপোলো-৮। স্যাটার্ন-ফাইভ রকেটে করে চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠানোর প্রথম মিশন ছিল এটা। এই রকেট প্রতি সেকেন্ডে বিশ টন জ্বালানি পোড়ায়। ঘন্টায় প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বেগে তারা চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। পৃথিবীর ইতিহাসে ওটাই ছিল সেই সময়ের মানুষবাহী নভোযানের জন্য সর্বোচ্চ বেগ।
দশ পর্বের এই সিরিজের সপ্তম পর্বে আলোচনা করা হয়েছে অ্যাপোলো মিশনের অষ্টম, নবম, দশম ও একাদশ অভিযান সম্পর্কে। অ্যাপোলো ১১ মিশনের অভিযাত্রীরা সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন।
No comments:
Post a Comment