Sunday, 15 December 2019

চাঁদের নাম লুনা - ৯


সুপারমুন

ইংরেজি সুপার শব্দের ব্যবহার তোমরা নিশ্চয় জানো। সুপারমার্কেট, সুপারহিট, সুপারকম্পিউটার ইত্যাদি যেরকম ব্যাপার, সুপারমুনও অনেকটা সেরকমই ব্যাপার। মুন যখন স্বাভাবিকের চেয়ে বড় দেখা যায়, তখন তাকে সুপারমুন বলে। তোমাদের মনে আছে আফতাব স্যার বলছিলেন ২০১৬ সালে চাঁদ অনেক বড় দেখা যাবে। তিনি সুপারমুনের কথা বলছিলেন। আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি সুপারমুন দেখার জন্য। তার আগে দেখা যাক সুপারমুনের ব্যাপারটা কীভাবে ঘটে।
           


চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে যখন পেরিজি বা অনুভূ বিন্দুতে আসে তখন পৃথিবীর সাথে তার দূরত্ব হয় সবচেয়ে কম। সাধারণত পূর্ণিমা বা পূর্ণিমার পরের দিন (কৃষ্ণপক্ষের প্রতিপদ) এই ঘটনা ঘটে। তখন পৃথিবী থেকে চাঁদ অনেক কাছে দেখা যায় বলে অনেক বড় দেখা যায়। আকারে চাঁদ তখন প্রায় শতকরা ১৪ ভাগ বড় দেখা যায়। আর চাঁদের আলোর উজ্জ্বলতাও বেড়ে যায় প্রায় শতকরা ত্রিশ ভাগ। আগামী পাঁচ বছরের সুপারমুনের তারিখ এবং পৃথিবী থেকে সেই সময় চাঁদের দূরত্ব কত হবে তা নিচের তালিকায় দেয়া হলো।

২০২১ সাল পর্যন্ত সুপারমুনের তারিখ
সাল
তারিখ
চাঁদের তিথি
পৃথিবী থেকে
চাঁদের দূরত্ব
(কিলোমিটার)

২০১৬
১৭ এপ্রিল
প্রতিপদ
৩,৫৭,১৬৩
৬ মে
প্রতিপদ
৩,৫৭,৮২৭
১৬ অক্টোবর
পূর্ণিমা
৩,৫৭,৮৫৯
১৪ নভেম্বর
পূর্ণিমা
৩,৫৬,৫১১

২০১৭
২৫ মে
প্রতিপদ
৩,৫৭,২০৯
২৪ জুন
প্রতিপদ
৩,৫৭,৯৩৭
৩ ডিসেম্বর
পূর্ণিমা
৩,৫৭,৪৯৫

২০১৮
২ জানুয়ারি
পূর্ণিমা
৩,৫৬,৫৬৫
১৩ জুলাই
প্রতিপদ
৩,৫৭,৪৩১
১১ আগস্ট
প্রতিপদ
৩,৫৮,০৮২

২০১৯
২১ জানুয়ারি
পূর্ণিমা
৩,৫৭,৩৪৪
১৯ ফেব্রুয়ারি
পূর্ণিমা
৩,৫৬,৭৬১
২৮ সেপ্টেম্বর
প্রতিপদ
৩,৫৭,৮০২

২০২০
৯ মার্চ
পূর্ণিমা
৩,৫৭,১২২
৮ এপ্রিল
পূর্ণিমা
৩,৫৬,৯০৮
১৬ অক্টোবর
প্রতিপদ
৩,৫৬,৯১২
১৫ নভেম্বর
প্রতিপদ
৩,৫৭,৮৩৮

২০২১
২৭ এপ্রিল
পূর্ণিমা
৩,৫৭,৩৭৮
২৬ মে
পূর্ণিমা
৩,৫৭,৩০৯
৪ ডিসেম্বর
প্রতিপদ
৩,৫৬,৭৯৩

উপরের তালিকায় দেখো ২০১৬ সালের ১৪ নভেম্বর চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। তাই সেদিনের চাঁদ হবে সুপারসুপার মুন। 

No comments:

Post a Comment

Latest Post

Doesn't Rachi's death make us guilty?

  Afsana Karim Rachi began her university life with a heart full of dreams after passing a rigorous entrance exam. She was a student of the ...

Popular Posts