মিশন লুনা
সোভিয়েত
ইউনিয়নের লুনা প্রোগ্রাম শুরু হয়েছিল ১৯৫৭ সালে এবং শেষ হয়েছিল ১৯৭৬ সালে। লুনা
প্রকল্পের উদ্দেশ্য ছিল চাঁদের বৈশিষ্ট্য এবং চাঁদের উপাদানের ধর্মাবলী পরীক্ষা
করা। চাঁদে রোবট নিয়ন্ত্রিত যান পাঠানো এবং চাঁদের মাটি ও পাথর নিয়ে আসা। মোট
পঁচিশটি মিশন পরিচালিত হয়েছিল লুনা প্রোগ্রামের আওতায়। সোভিয়েত ইউনিয়ন যদিও চাঁদে
মানুষ পাঠাতে পারেনি, কিন্তু লুনা প্রোগ্রামের মাধ্যমে অনেক সাফল্য অর্জন করেছিল।
লুনা মিশনের সাফল্য
- লুনা-১: চাঁদের কক্ষপথে পৌঁছানোর উদ্দেশ্যে এই পাঠানো হলেও
এটা চাঁদের কক্ষপথের বদলে সূর্যের কক্ষপথে ঢুকে পড়ে এবং সূর্যের চারদিকে ঘুরে
আসে। লুনা-১ হলো প্রথম কৃত্রিম স্যাটেলাইট যেটা সূর্যের চারপাশে ঘুরেছে।
- লুনা-২: চাঁদের বুকে আছড়ে পড়ে। লুনা-২ হলো প্রথম মানুষের
তৈরি জিনিস যেটা চাঁদে পৌঁছেছে।
- লুনা-৩: চাঁদের অন্যপিঠের প্রথম ছবি তোলে লুনা-৩।
- লুনা-৯: প্রথম চন্দ্রযান যেটা চাঁদে সফলভাবে নামে এবং
চাঁদের উপরিতলের ক্লোজ-আপ ছবি তুলে পাঠায়।
- লুনা-১০: চাঁদের প্রথম কৃত্রিম উপগ্রহ লুনা-১০ যেটা চাঁদের
চারপাশে ঘুরছে।
- লুনা-১৬: প্রথম রোবট নিয়ন্ত্রিত চন্দ্রযান যেটা চাঁদ থেকে
বালি ও পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠায়।
- লুনা-১৭ ও লুনা-২১: প্রথম চন্দ্রযান যেটা পৃথিবী থেকে চাঁদে
স্বয়ংক্রিয় গাড়ি লুনোখড (Lunokhod) নিয়ে যায়। লুনোখড ছিল প্রথম রিমোট কন্ট্রোল্ড গাড়ি যেটা চাঁদের
বুকে ঘুরে বেড়িয়েছে।
- লুনা মিশনের মাধ্যমে চাঁদের রাসায়নিক উপাদান, মাধ্যাকর্ষণ, তাপমাত্রা ও তেজষ্ক্রিয় বিকিরণের ধর্মাবলী সম্পর্কে ব্যাপক তথ্য আবিষ্কৃত হয়েছে।
পরের
পৃষ্ঠায় লুনা মিশনের একটা সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো।
রিমোট কন্ট্রোল্ড গাড়ি লুনোখড - যার মাধ্যমে পৃথিবীতে বসেই চাঁদের উপরিতলের বিভিন্ন জায়গা পরীক্ষা করে দেখা সম্ভব হয়েছে। |
লুনা মিশনের তালিকা
|
|||
চন্দ্রযান
|
উৎক্ষেপণের
তারিখ
|
লক্ষ্য
|
ফলাফল
|
লুনা-১
|
০২/০১/১৯৫৯
|
চাঁদে ধাক্কা দেয়া
|
চাঁদের কক্ষপথের বদলে সূর্যের
কক্ষপথে ঢুকে যায়।
|
লুনা-২
|
১২/০৯/১৯৫৯
|
চাঁদে ধাক্কা দেয়া
|
চাঁদে আছড়ে পড়ে।
|
লুনা-৩
|
০৪/১০/১৯৫৯
|
চাঁদের পাশ দিয়ে উড়ে যাওয়া
|
চাঁদের অন্যপিঠের ছবি তুলতে
সক্ষম হয়।
|
লুনা-৪
|
০২/০৪/১৯৬৩
|
চাঁদে নামা
|
চাঁদে নামতে ব্যর্থ হয়। চাঁদ
থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে চলে যায়।
|
লুনা-৫
|
০৯/০৫/১৯৬৫
|
চাঁদে নামা
|
চাঁদে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
|
লুনা-৬
|
০৮/০৬/১৯৬৫
|
চাঁদে নামা
|
চাঁদে নামতে ব্যর্থ হয়। চাঁদ
থেকে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দূরে চলে যায়।
|
লুনা-৭
|
০৪/১০/১৯৬৫
|
চাঁদে নামা
|
চাঁদে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
|
লুনা-৮
|
০৩/১২/১৯৬৫
|
চাঁদে নামা
|
চাঁদে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
|
লুনা-৯
|
৩১/০১/১৯৬৬
|
চাঁদে নামা
|
সফলভাবে চাঁদে নেমে চাঁদের
উপরিতলের ক্লোজ-আপ ছবি তোলে।
|
লুনা-১০
|
৩১/০৩/১৯৬৬
|
চাঁদের কক্ষপথে যাওয়া
|
সফল্ভাবে চাঁদের কক্ষপথে ঘুরে
বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে।
|
লুনা-১১
|
২৪/০৮/১৯৯৬
|
চাঁদের কক্ষপথে যাওয়া
|
সফল্ভাবে চাঁদের কক্ষপথে ঘুরে
বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে।
|
লুনা-১২
|
২২/১০/১৯৬৬
|
চাঁদের কক্ষপথে যাওয়া
|
সফল্ভাবে চাঁদের কক্ষপথে ঘুরে
বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে।
|
লুনা-১৩
|
২১/১২/১৯৬৬
|
চাঁদে নামা
|
সফলভাবে চাঁদে নেমে চাঁদের
উপরিতলের ক্লোজ-আপ ছবি তোলে।
|
লুনা মিশনের তালিকা
|
|||
চন্দ্রযান
|
উৎক্ষেপণের
তারিখ
|
লক্ষ্য
|
ফলাফল
|
লুনা-১৪
|
০৭/০৮/১৯৬৮
|
চাঁদের কক্ষপথে যাওয়া
|
সফল্ভাবে চাঁদের কক্ষপথে ঘুরে
বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে।
|
লুনা-১৫
|
১৩/০৭/১৯৬৯
|
চাঁদের উপাদানের নমুনা
পৃথিবীতে নিয়ে আসা
|
চাঁদে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
|
লুনা-১৬
|
১২/০৯/১৯৭০
|
চাঁদের উপাদানের নমুনা
পৃথিবীতে নিয়ে আসা
|
সফল। ১০৫ গ্রামের মতো চাঁদের ধুলো
নিয়ে আসে পৃথিবীতে।
|
লুনা-১৭
|
১০/১১/১৯৭০
|
চাঁদে নামা এবং রিমোট
কন্ট্রোলড গাড়ি লুনোখড-১ চাঁদের বুকে রাখা।
|
সফল। লুনোখড-১ চাঁদে নামায়। লুনোখড-১
চাঁদের বুকে প্রায় ১০ কিলোমিটার জায়গা জরিপ করে।
|
লুনা-১৮
|
০২/০৯/১৯৭১
|
চাঁদের উপাদানের নমুনা
পৃথিবীতে নিয়ে আসা
|
চাঁদে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
|
লুনা-১৯
|
২৮/০৯/১৯৭১
|
চাঁদের কক্ষপথে যাওয়া
|
সফল্ভাবে চাঁদের কক্ষপথে ঘুরে
বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে।
|
লুনা-২০
|
১৪/০২/১৯৭২
|
চাঁদের উপাদানের নমুনা
পৃথিবীতে নিয়ে আসা
|
সফল। ৫০ গ্রামের মতো চাঁদের
পাথর নিয়ে আসে পৃথিবীতে।
|
লুনা-২১
|
০৮/০১/১৯৭৩
|
চাঁদে নামা এবং রিমোট
কন্ট্রোলড গাড়ি লুনোখড-২ চাঁদের বুকে রাখা।
|
সফল। লুনোখড-২ চাঁদে নামায়। লুনোখড-২
চাঁদের বুকে প্রায় ৩৭ কিলোমিটার জায়গা জরিপ করে।
|
লুনা-২২
|
২৯/০৫/১৯৭৪
|
চাঁদের কক্ষপথে যাওয়া
|
সফল্ভাবে চাঁদের কক্ষপথে ঘুরে
বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে।
|
লুনা-২৩
|
২৮/১০/১৯৭৪
|
চাঁদের উপাদানের নমুনা
পৃথিবীতে নিয়ে আসা
|
চাঁদে নামে। কিন্তু যন্ত্র
বিগড়ে যায়। ফলে কোন নমুনা সংগ্রহ করা যায়নি।
|
লুনা-২৪
|
০৯/০৮/১৯৭৬
|
চাঁদের উপাদানের নমুনা
পৃথিবীতে নিয়ে আসা
|
সফল। ১৭০ গ্রামের মতো চাঁদের
ধুলো নিয়ে আসে পৃথিবীতে।
|
No comments:
Post a Comment