শিল্পীদের গ্রহ
বুধ
গ্রহের সবগুলো গহ্বর, পাহাড়-টিলা, অববাহিকাসহ বেশির ভাগ জায়গার নাম রাখা হয়েছে
পৃথিবীর বিখ্যাত সব লেখক, শিল্পী, চিত্রকর, সুরকারের নামে। সে হিসেবে বলা চলে বুধ
গ্রহ হলো শিল্পীদের গ্রহ।
বুধের বড়
বড় বিস্তৃত সমতল ভূমির (plainatia) নাম রাখা হয়েছে
পৃথিবীর বিভিন্ন ভাষা ও জাতির বুধ-গ্রহের নামে। আমাদের বাংলা ভাষায়
'বুধ' শব্দটিরও স্থান হয়েছে বুধ গ্রহে। ৮১৬ কিলোমিটার ব্যাসের একটি সমতল ভূমির নাম
রাখা হয়েছে 'বুধ'।
নিচের ওয়েবসাইটে বুধ গ্রহের সমস্ত
জায়গার নাম ও ম্যাপ বিস্তারিতভাবে দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো:
https://planetarynames.wr.usgs.gov/Page/MERCURY/target
নিচের সারণিতে বুধের
কয়েকটি সমতল ভূমির নাম ও তাদের নামের উৎসের তালিকা দেয়া হলো।
সারণি: বিভিন্ন ভাষায় বুধের কয়েকটি সমতল ভূমির নাম
নাম
|
ব্যাস (km)
|
নামের উৎস
|
স্টিলবন (Stilbon)
|
1550
|
বুধের প্রাচীন গ্রিক নাম
|
মিয়ারকেয়ার (Mearcair)
|
1175
|
বুধের আইরিশ নাম
|
সোবকউ (Sobkou)
|
1128
|
প্রাচীন মিশরীয়দের বুধ
|
আপারাঙ্গি (Aparangi)
|
1077
|
মাওরিদের বুধ
|
উতারিদি (Utaridi)
|
930
|
আফ্রিকান সোয়াহিলি ভাষায় বুধ
|
বুধ (Budh)
|
816
|
বাংলায় বুধ
|
তির (Tir)
|
754
|
পারস্য শব্দে বুধ
|
সুইসেই (Suisei)
|
569
|
জাপানি ভাষায় বুধ
|
শিহতু (sihtu)
|
565
|
ব্যাবিলনিয়ানদের বুধ
|
এপর্যন্ত বুধের ৩৯৭টি ক্রেইটার বা গহ্বরের নাম রাখা হয়েছে
বিশ্ববিখ্যাত শিল্পীদের নামে। আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামেও একটি
গহ্বরের নামকরণ করা হয়েছে 'আবেদিন' তা তোমরা আগেই জেনেছো। বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের নামেও একটা গহ্বর আছে যার নাম 'ঠাকুর'।
বুধের কয়েকটি প্রধান গহ্বরের অবস্থান
ও ম্যাপ দেয়া হলো।
আবেদিন
নাম
|
আবেদিন
|
শিল্পী
|
শিল্পাচার্য জয়নুল
আবেদিন (১৯১৪-১৯৭৬)।
বাংলাদেশ
|
ফিচার আই-ডি
|
14574
|
উত্তর অক্ষাংশ
|
63.08 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
60.39 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
7.82 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
13.5 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
61.73 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
10.66 Degree
|
ব্যাস
|
116.23 km
|
ঠাকুর
নাম
|
ঠাকুর
|
শিল্পী
|
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১),
বিশ্বকবি
|
ফিচার আই-ডি
|
5990
|
উত্তর অক্ষাংশ
|
-1.81 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
-4.29 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
63.27 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
65.88 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
-3.05 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
64.57 Degree
|
ব্যাস
|
111 km
|
রেমব্রান্ত
নাম
|
রেমব্রান্ত
|
শিল্পী
|
রেমব্রান্ত ভন রে,
ডাচ চিত্রকর (১৬০৬-১৬৬৯)
|
ফিচার আই-ডি
|
14563
|
উত্তর অক্ষাংশ
|
-24.58 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
-41.19 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
261.72 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
282.73 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
-32.89 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
272.13 Degree
|
ব্যাস
|
716 km
|
বিটোফেন
নাম
|
বিটোফেন
|
শিল্পী
|
বিটোফেন, জার্মান
সুরকার (১৭৭০-১৮২৭)
|
ফিচার আই-ডি
|
660
|
উত্তর অক্ষাংশ
|
-13.24 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
-28.39 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
161.1 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
132.32 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
-20.86 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
124.21 Degree
|
ব্যাস
|
630 km
|
দস্তয়েভস্কি
নাম
|
দস্তয়েভস্কি
|
শিল্পী
|
ফিওদর দস্তয়েভস্কি,
রুশ লেখক (১৮২১-১৮৮১)
|
ফিচার আই-ডি
|
1626
|
উত্তর অক্ষাংশ
|
-40.33 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
-49.06 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
170.99 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
185.23 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
-44.73 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
178.11 Degree
|
ব্যাস
|
430.06 km
|
টলস্টয়
নাম
|
টলস্টয়
|
শিল্পী
|
লিও টলস্টয়, রুশ লেখক,
(১৮২৮-১৯১০)
|
ফিচার আই-ডি
|
6052
|
উত্তর অক্ষাংশ
|
-12.05 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
-20.4 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
160.29 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
168.98 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
-16.23 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
164.64 Degree
|
ব্যাস
|
355 km
|
মোৎসার্ট
নাম
|
মোৎসার্ট
|
শিল্পী
|
মোৎসার্ট, অস্ট্রিয়ান
সুরকার (১৭৫৬-১৭৯১)
|
ফিচার আই-ডি
|
4058
|
উত্তর অক্ষাংশ
|
10.58 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
4.92 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
187.73 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
193.44 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
7.75 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
190.59 Degree
|
ব্যাস
|
241 km
|
শেক্সপিয়ার
নাম
|
শেক্সপিয়ার
|
শিল্পী
|
উইলিয়াম শেক্সপিয়ার,
নাট্যকার, (১৫৬৪-১৬১৬)
|
ফিচার আই-ডি
|
5456
|
উত্তর অক্ষাংশ
|
52.74 Degree
|
দক্ষিণ অক্ষাংশ
|
43.36 Degree
|
পূর্ব দ্রাঘিমাংশ
|
145.29 Degree
|
পশ্চিম দ্রাঘিমাংশ
|
159.22 Degree
|
কেন্দ্রে অক্ষাংশ
|
48.1 Degree
|
কেন্দ্রে দ্রাঘিমাংশ
|
152.25 Degree
|
ব্যাস
|
399 km
|
No comments:
Post a Comment