ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ বুধ
বুধ
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সে হিসেবে সূর্যের প্রথম গ্রহ। সৌরজগতের গ্রহগুলোর
মধ্যে সবচেয়ে ছোট গ্রহ বুধ।
কত বড় কত ভারী
বুধ আকারে আমাদের
চাঁদের চেয়ে সামান্য একটু বড়। সূর্য, পৃথিবী ও বুধের আয়তনের তুলনা করলে এভাবে করা
যায় - সূর্য যদি কোন ঘরের একটা বড় দরজার সমান হয়, পৃথিবীর আয়তন হবে একটা পঁচিশ
পয়সার আকারের সমান, আর বুধের আয়তন হবে একটি মটর দানার মতো।
ব্যাস:
বুধের ব্যাস ৪৮৭৯ কিলোমিটার। বুধের ব্যাস পৃথিবীর
ব্যাসের মাত্র তিন ভাগের এক ভাগ।
পরিসীমা: বুধের
পরিসীমা ১৫,৩২৯ কিলোমিটার।
ক্ষেত্রফল: বুধের ক্ষেত্রফল ৭,৪৭,৯৭,০০০
বর্গ কিলোমিটার। (৭ কোটি ৪৭ লক্ষ ৯৭ হাজার বর্গ কিলোমিটার)। পৃথিবীর ক্ষেত্রফল
বুধের ক্ষেত্রফলের প্রায় ৭ গুণ।
আয়তন:
বুধের আয়তন ৬০৮২,৭২,০৮,৭৪২ ঘন কিলোমিটার।
(৬০৮২ কোটি ৭২ লক্ষ ৮ হাজার ৭৪২ ঘন কিলোমিটার)। পৃথিবীর আয়তন বুধের আয়তনের প্রায়
১৮ গুণ।
ভর: বুধের ভর ৩৩০১০৪০০০০০০০০০০০,০০,০০,০০০
কিলোগ্রাম (৩৩০ কোটি ১০ লক্ষ ৪০ হাজার কোটি কোটি কিলোগ্রাম)। বুধের ভর পৃথিবীর
ভরের ১৮ ভাগের এক ভাগ। অর্থাৎ আঠারোটি বুধ গ্রহ মিলে আমাদের পৃথিবীর সমান হবে।
পৃথিবী ও বুধের ভরের তুলনা |
ঘনত্ব: বুধের ঘনত্ব ৫.৪২৭ গ্রাম/ঘন সেন্টিমিটার (5.427 g/cm3)।
বুধের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের প্রায় সমান। পৃথিবীর গাঠনিক উপাদান বাদ দিলে ঘনত্ব
বাড়ার একটা প্রধান কারণ হলো পৃথিবীর উপর বায়ুমন্ডলের চাপ। কিন্তু বুধের
বায়ুমন্ডলের চাপ প্রায় শূন্য। সুতরাং দেখা যাচ্ছে বুধের ঘনত্ব এত বেশি হবার কারণ
গ্রহটির গাঠনিক উপাদানের মধ্যেই রয়ে গেছে। অর্থাৎ বুধের কেন্দ্রে একটা বিশাল ভারী
জমাট পদার্থের গোলক আছে। বায়ুমন্ডলের চাপের ফলে আয়তনের সংকোচন বাদ দিলে সৌরজগতের
গ্রহগুলোর মধ্যে বুধের ঘনত্বই সবচেয়ে বেশি।
সারণি:
বুধ ও পৃথিবীর তুলনামূলক আকার
বৈশিষ্ট্য
|
বুধ
|
পৃথিবী
|
ব্যাস
|
4,879 km
|
12,742 km
|
পরিসীমা
|
15,329 km
|
40,075 km
|
ক্ষেত্রফল
|
74,797,000 km2
|
510.1 million km2
|
আয়তন
|
60,827,208,742 km3
|
1.08 x 1012 km3
|
ভর
|
3.3 x 1023 kg
|
5.972 x 1024 kg
|
ঘনত্ব
|
5.427 g/cm3
|
5.51 g/cm3
|
No comments:
Post a Comment