মেসেঞ্জার থেকে দেখা বুধ
মেসেঞ্জার বুধের
১০০% জায়গার ছবি তুলে পাঠিয়েছে। ম্যারিনার-১০ নভোযান শুধুমাত্র বুধের ৪৫% জায়গা
কভার করতে পেরেছিল। তখন বুধের পুরো ম্যাপ তৈরি করা সম্ভব হয়নি। ম্যাসেঞ্জার থেকে
পাঠানো ছবিগুলো থেকে বুধের পুরো ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে।
মেসেঞ্জারের ওয়াইড
অ্যাঙ্গেল ক্যামেরা পুরো বুধ গ্রহের ছবি তোলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। রঙের
বিন্যাসের মাধ্যমে বুধের পিঠের বিভিন্ন গহ্বর, খাঁজ, খাদ, ভাঁজ সবকিছু দেখা যায়
সেখানে। মেসেঞ্জারের পাঠানো ছবিগুলোতে উজ্জ্বল লাল
রঙের ভূমিগুলো হলো বুধের
মসৃণ অংশ। সাধারণত এগুলোর সুনির্দিষ্ট সীমানা দেখা যায়। হালকা নীল রঙের অংশগুলোও
লাল ভূমির মতোই সমতল তবে তাদের উজ্জ্বলতা অনেক কম। ঘন নীল রঙের অংশগুলো হলো বুধের
বিশাল গহ্বরের ভেতর সমতল অংশ। ঘন লাল বিন্দুগুলো হলো শত কোটি বছর আগে ঘটা আগ্নেয়গিরি
থেকে বিক্ষিপ্ত অংশ।
বুধের ২৭০ ডিগ্রি পূর্ব কোণ থেকে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় তোলা বুধ গ্রহের ছবি। |
ম্যারিনার-১০ ও মেসেঞ্জার এই দু’টি অভিযান থেকে পাওয়া
ছবি ও তথ্য থেকে বুধ গ্রহের বেশির ভাগ ভৌত ধর্ম ও বৈশিষ্ট্য এবং বুধের অভ্যন্তরীণ
গঠন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পেয়ে গিয়েছি। এখন দেখা যাক সেগুলো কী কী।
No comments:
Post a Comment