বুধের উপরিতলের রাসায়নিক উপাদান
মেসেঞ্জার নভোযানের এক্স-রে ও গামা-রে
স্পেকট্রোমিটার বুধের উপরিতলের উপাদান বিশ্লেষণ করে বুধের উপরের স্তরের রাসায়নিক
উপাদানের উপস্থিতি শনাক্ত করেন। আগে বিজ্ঞানীদের ধারণা ছিল যে বুধের উপরের স্তরে
প্রচুর লোহা থাকতে পারে। কিন্তু পরীক্ষা করে দেখা গেলো বুধের উপরিস্তরে লোহার
পরিমাণ খুবই কম।
বুধের
উত্তর গোলার্ধের প্রায় এক হাজার কিলোমিটার জায়গার উপরিস্তরের রাসায়নিক উপাদান
বিশ্লেষণ করে দেখা গেলো মোট ওজনের শতকরা মাত্র ৩% হলো লোহা এবং ০.৬% টাইটানিয়াম।
বুধের উপরিস্তরে সবচেয়ে বেশি আছে সিলিকন – ২৪.৬%। ক্যালসিয়াম আছে ৫.৯%, ম্যাগনেসিয়াম
১২%, সোডিয়াম ২.৯%, অ্যালুমিনিয়াম ৭.১%, ম্যাঙ্গানিজ ০.১%, ক্রোমিয়াম ০.১%। তাছাড়া
অন্যান্য আরো অনেক রাসায়নিক উপাদানের আভাস পাওয়া গেছে।
বুধের উপরের স্তরে কমপক্ষে দশ
সেন্টিমিটার পুরু রেগোলিথ বা ধুলোর আস্তরণ আছে।
No comments:
Post a Comment