Sunday, 13 June 2021

সুফিয়া কামালের জন্মদিনে

 


শুভ জন্মদিন সুফিয়া কামাল। 

বাংলাদেশের সাহিত্য, সংগ্রাম, নারীমুক্তি আন্দোলন, মুক্তিযুদ্ধ - সবকিছুর সাথে মিশে আছেন কবি সুফিয়া কামাল। ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে লিখেছিলেন, "তোমার কবিত্ব আমাকে বিস্মিত করে। বাংলা সাহিত্যে তোমার স্থান উর্ধ্বে এবং ধ্রুব তোমার প্রতিষ্ঠা।"
আজ ২০ জুন তাঁর জন্মদিন। ১৯১১ সালের ২০ জুন বরিশালে তাঁর নানার বাড়িতে জন্ম। এরকম তথ্যই আছে সুফিয়া কামাল সংক্রান্ত বইপত্রে। 

কিন্তু তাঁর সঠিক জন্ম তারিখ সম্পর্কে সামান্য একটু খটকা লাগছে আমার। সুফিয়া কামালের একাত্তরের ডায়েরী-তে (হাওলাদার প্রকাশনী ২০১১) ২৬ জুন তারিখে সুফিয়া কামাল লিখেছেন, "গতকাল গেল ১০ই আষাঢ়, আমার জন্মদিন, তাই বুঝি অঝোর ধারা ঝরছে আজও। সোমবার বেলা ৩টা আমার জন্ম। ১৯১১ আর আজ ১৯৭১ কি দীর্ঘ দিন ..."(পৃষ্ঠা-৭৭)। বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখের তারতম্য দেখা যায় বিভিন্ন বছরে। প্রায় সব বইপত্রেই লেখা আছে সুফিয়া কামালের জন্মদিন ১৯১১ সালের ২০ জুন, সোমবার।   কিন্তু ১৯১১ সালের ২০ জুন ছিল মঙ্গলবার। সুফিয়া কামালের মত ব্যক্তিত্বের জন্মদিন নিয়ে এরকম তথ্য-বিভ্রান্তি থাকা উচিত নয় বলেই মনে হয় আমার।







২০ জুন ২০১৯

No comments:

Post a Comment

Latest Post

R. K. Narayan's 'The Grandmother's Tale'

There are many Indian authors in English literature. Several of their books sell hundreds of thousands of copies within weeks of publication...

Popular Posts