Tuesday, 22 June 2021

হেরমান মিনকৌস্কির জন্মদিনে

 


হেরমান মিনকৌস্কি ছিলেন আলবার্ট আইনস্টাইনের সরাসরি শিক্ষক। সুইস পলিটেকনিকের গণিতের অধ্যাপক ছিলেন মিনকৌস্কি। ১৯০৫ সালে আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশিত হবার পর মিনকৌস্কি অবাক হয়ে গিয়েছিলেন যে তাঁর ক্লাসের 'অলস' ছাত্রটির হাত দিয়ে এত উন্নত মানের বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। মনকৌস্কির মতে আইনস্টাইন ছিলেন খুবই অলস প্রকৃতির ছাত্র - গণিতের প্রতি যার কোন আকর্ষণই ছিল না। আইনস্টাইন ক্লাস খুব একটা করতেন না, সে হিসেবে তাঁকে 'অলস ছাত্র' বলতেই পারেন তাঁর শিক্ষক। শিক্ষকরা তো মনে করেন তাঁদের ক্লাসে যারা নিয়মিত উপস্থিত থাকেন, তাঁদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখেন - তারাই ভালো ছাত্র। তবে মিনকৌস্কি তাঁর ছাত্র আইনস্টাইনের তত্ত্বের মূল সুর বুঝতে দেরি করেননি। তিনি বুঝেছিলেন যে আপেক্ষিকতার তত্ত্ব ঠিকমতো বুঝতে হলে শুধুমাত্র ত্রিমাত্রিক জ্যামিতি দিয়ে কাজ হবে না, আরো একটি মাত্রা লাগবে - সেটা হলো সময়। মিনকৌস্কির হাত দিয়েই আমরা পেলাম চতুর্মাত্রিক জগত - x, y, z এবং সময়। যার গাণিতিক নাম মিনকৌস্কি স্পেস-টাইম। 

মাত্র ৪৪ বছর বেঁচেছিলেন হেরমান মিনকৌস্কি। ১৮৬৪ সালের ২২ জুন তখনকার রুশ সাম্রাজ্যের অধীনস্থ পোলান্ডে জন্মেছিলেন তিনি। ১৯০৯ সালের ১২ জানুয়ারি অ্যাপেন্ডিসাইটিসের জটিলতায় হঠাৎ মৃত্যুবরণ করেন তিনি। 

আজ হেরমান মিনকৌস্কির জন্মদিন। 

শুভ জন্মদিন চতুর্থ-মাত্রার জনক। 

ছবির কপিরাইট: মিনকৌস্কির ছবিটি নিয়েছি Vesselin Petkov সম্পাদিত Minkowski Spacetime: A Hundred Years Later (Springer 2010) বই থেকে।

No comments:

Post a Comment

Latest Post

R. K. Narayan's 'The Grandmother's Tale'

There are many Indian authors in English literature. Several of their books sell hundreds of thousands of copies within weeks of publication...

Popular Posts