Sunday, 13 June 2021

গেট অফ দি গ্রাস

 This is Australia. This is the freedom of speech. 

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল তাঁর সরকারের ৬৮৮ মিলিয়ন ডলারের হোম বিল্ডার স্কিম সম্পর্কে সাংবাদিকদের বলছিলেন একটি নির্মাণাধীন বাড়ির সামনের ফুটপাতে ঘাসের উপর দাঁড়িয়ে। তাঁর কয়েকজন কর্মকর্তা তাঁর কাছে দাঁড়িয়েছিলেন ঘাসের লনের উপর। এমন সময় বাড়ির মালিক ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, "হ্যাই গাইস্‌, আপনারা দয়া করে আমার ঘাসের উপর থেকে নেমে যান।" প্রধানমন্ত্রী হাসিমুখে কয়েক পা সরে দাঁড়ালেন। তাঁর কর্মকর্তাদেরও সরে দাঁড়াতে বললেন। বাড়ির মালিক আবার চিৎকার করে বললেন, "আমি মাত্রই ঘাসের বীজ লাগিয়েছি আবার।" "সরি মাইট"। প্রধানমন্ত্রী আরো সরে গিয়ে হাসিমুখে বাড়ির মালিকের উদ্দেশ্যে বললেন, "অল গুড। থ্যাংকস।" 

অস্ট্রেলিয়ায় এরকম ব্যাপার খুবই স্বাভাবিক ঘটনা।

৫ জুন ২০২০




No comments:

Post a Comment

Latest Post

The Rituals of Corruption

  "Pradip, can you do something for me?" "Yes, Sir, I can." "How can you say you'll do it without even know...

Popular Posts