Monday, 27 September 2021

মাসুদ রানা ০৪ - দুঃসাহসিক

 



আশি পৃষ্ঠার একটি ছোট্ট বই – পড়তে অনেকদিন লাগলো। আসলে সেভাবে একটানা পড়া হয়নি এটা। বাইরে ঠান্ডার কারণে ঘরের ভেতর হেঁটে হেঁটে বই পড়ার একটা পদ্ধতি কাজ করে কি না দেখছিলাম। মাসুদ রানা পড়া যায় সেভাবে। মোবাইলে পড়া। যদিও মাসুদ রানা সিরিজের প্রথম দিকের এই বইগুলি যখন লেখা হয় – তখন মোবাইল ফোন তো দূরের কথা – ইলেকট্রনিক্সেরও তেমন কোন উন্নতি হয়নি। 

চতুর্থ বই – দুঃসাহসিক। প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬৭ সালে। আমার সমান বয়স এই বইটির। আমি আগে এই সিরিজের অনেকগুলি বই পড়েছিলাম। কিন্তু এখন কিছুই মনে নেই। মনে না থাকার ফলে মনে হচ্ছে সেই সময় পড়া কিংবা না পড়া একই ব্যাপার হয়ে দাঁড়ালো। 

এই বইটি সিরিজের খুব একটা সবল বই নয়। মাসুদ রানা বিশেষ এক মিশন নিয়ে ছদ্মবেশে হংকং যান। সেখান থেকে ম্যাকাও। হংকং-এর হোটেলে, শিপে, রাস্তায় মারামারি চলে। শেষে সে-ই জয়ী হয়। এবার তার চায়নিজ বান্ধবী জোটে। ঘটনায় খুব বেশি থ্রিলিং ছিল না। 

অবশ্য বইটি পড়তে পড়তে আমার নিজের দেখা হংকং-এর কিছুটা মনে পড়ে। হংকং রেসকোর্স, জাহাজঘাটা ইত্যাদি। 


No comments:

Post a Comment

Latest Post

বাবা - ৭

  আমি তখন ক্লাস থ্রি। এসএসসি পাস করার পর দিদি কলেজে পড়ার জন্য শহরে চলে গেল। আমার আনন্দ এবং বিপদ একসাথে হাজির হলো। সে বাড়ি থেকে চলে যাওয়া মান...

Popular Posts