১৯৬৭ সালে প্রথম
প্রকাশিত। মাসুদ রানা সিরিজের ষষ্ঠ বই। এখনো মাসুদ রানা পাকিস্তানের স্বার্থরক্ষা করার
কাজে ব্যস্ত দেশপ্রেমিক স্পাই হিসেবে।
ভারতের এক দুর্গম
দুর্গে গিয়ে চারটি কামান ধ্বংস করে দেয়ার কাজ দেয়া হয় মাসুদ রানাকে। চারজন দুর্ধর্ষ
সঙ্গী নিয়ে সমুদ্রপথে কিছুটা জেলেদের ছদ্মবেশে বেশ পুরনো ছোটখাট ইঞ্জিনের নৌকা নিয়ে
রওনা হয় তারা। পথে কত রকমের বীরত্ব দেখানো। অতপর নৌকা ডূবতে ডুবতে সেই দ্বীপে পৌঁছে
যাওয়া যেখানে আছে এই দুর্গ। সেখানে পাহারায় আছে ভারতীয় সৈন্যরা। ধরাও পড়ে তাদের হাতে।
বীরত্ব আর কৌশল দেখিয়ে নিজেদের মুক্ত করে আনে, দুর্গম দুর্গও ধ্বংস করে দেয়। সেখানে
পুরুষের ছদ্মবেশে একজন নারী সৈনিকের সাথে দেখা হয়ে যায় মাসুদ রানার। নারীর নাম ইশরাত
জাহান।
No comments:
Post a Comment