Saturday, 9 October 2021

নোবেল পুরষ্কার ২০২১ - সাহিত্য

 



#নোবেল_পুরষ্কার_২০২১_সাহিত্য

২০২১ সালের সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন তানজানিয়ান কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। তাঁর জন্ম ১৯৪৮ সালে তাঞ্জানিয়াতে। ১৯৬৮ সালে তিনি ইংল্যান্ডে আসেন উদ্বাস্তু হিসেবে। ১৯৮২ সালে ইংল্যান্ডের কেন্টারবেরির ইউনিভার্সিটি অব কেন্ট থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কেন্ট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টাডিজের প্রফেসর এবং ডিরেক্টর। এপর্যন্ত তিনি দশটি উপন্যাস এবং একটি গল্পের বই প্রকাশ করেছেন। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে প্যারাডাইস – যেটা বুকার পুরষ্কারের জন্য শর্টলিস্টেড হয়েছিল। তাঁর বইগুলির বেশ কয়েকটি ফরাসি, সুইডিশ এবং জার্মান ভাষায় অনুদিত হয়েছে। 


No comments:

Post a Comment

Latest Post

বাবা - ৭

  আমি তখন ক্লাস থ্রি। এসএসসি পাস করার পর দিদি কলেজে পড়ার জন্য শহরে চলে গেল। আমার আনন্দ এবং বিপদ একসাথে হাজির হলো। সে বাড়ি থেকে চলে যাওয়া মান...

Popular Posts