২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন নরওয়ের লেখক ইয়ন ফসি (Jon Fosse)। ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর জন্ম তাঁর। গদ্য, পদ্য, নাটক, প্রবন্ধ অনেককিছু লিখেছেন তিনি। অনেকগুলি সাহিত্য পুরষ্কার পেয়েছেন। মূলত নরওয়েজিয়ান ভাষায় লেখেন তিনি। তবে অনেক পদ্য, গদ্য এবং নাটক ইংরেজিতে অনূদিত হয়েছে।
ইয়ন ফসি |
[অন্যান্য বছরের মতো এবছরও দেখা যাচ্ছে, নোবেল পুরষ্কারপ্রাপ্ত সাহিত্যিকের নাম আমি এই প্রথম শুনলাম। বিশ্বসাহিত্যে আমার জ্ঞান যে শূন্য তা আবারো প্রমাণিত হলো।]
No comments:
Post a Comment