Saturday, 7 October 2023

নোবেল পুরষ্কার ২০২৩ – শান্তি

 



ইরানের নার্গিস মোহাম্মদী ২০২৩ সালের নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন। ইরানে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ও সংগ্রামের স্বীকৃতি এই নোবেল শান্তি পুরষ্কার। 


নার্গিস মোহাম্মদী


নার্গিস মোহাম্মদী



তাঁর জন্ম ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জানজানে। অন্যায়ের প্রতিবাদ করার কারণে ইরানের শাসকরা তাঁকে ১৩বার বন্দী করেছে, পাঁচ বার তাঁকে  আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং চাবুক মারার শাস্তি দিয়েছে। সব মিলিয়ে তিনি এখন একত্রিশ বছরের কারাদন্ড ভোগ করছেন ইরানের জেলখানায়। তাঁকে একশ চুয়ান্নবার বেত্রাঘাত করা হবে শাসকরা যেদিন চাইবে।


No comments:

Post a Comment

Latest Post

রিফাৎ আরার ছোটগল্প: অপরাজিত

  ____________ রিফাৎ আরা রচনাসমগ্র গল্পগ্রন্থ - বোধন ।। মীরা প্রকাশন, ঢাকা, ২০০৯ গল্প - অপরাজিত __________________________ স্কুলের গেটটার কা...

Popular Posts